স্টাফ রিপোর্টার:
চাঁদপুর-শরীয়তপুর রুটের হরিণা ঘাটে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেছে একটি পণ্যবাহী ট্রাক। গত শনিবার (২৬ ফেব্রæয়ারি) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে হরিণা ফেরিঘাটের এক নম্বর ঘাট বন্ধ রয়েছে। যদিও এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রাকের চালক ও তার সহকারী। ট্রাকটি উদ্ধারে এখনো কাজ চলছে। সর্বশেষ গতকাল সন্ধ্যা পর্যন্ত ট্রাকে থাকা ৯টি পাইপের মধ্যে ৮টি পাইপ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১টি পাইপ ও ট্রাক উদ্ধারে সোমবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান চলবে।
এ ঘটনায় দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানায় চাঁদপুর-শরীয়তপুর নৌ রুটের হরিনা ফেরিঘাটের ম্যানেজার মো. আবদুন নুর তুষার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লোহার পাইপবোঝাই একটি ট্রাক শনিবার রাতে ফেরিতে উঠে। ফেরিটি পন্টুন ত্যাগ করার সময়ই নদীতে পড়ে যায় ট্রাকটি। এ সময় ফেরিতে আরও কয়েকটি পণ্যবাহী ট্রাক ছিল।
ট্রাকচালক জাহাঙ্গীর বলেন, চট্টগ্রাম বন্দর থেকে খুলনায় যাচ্ছিলাম। এতে বড় আকৃতির ৯টি পাইপ ছিল। সকালে স্থানীয় ডুবুরি দিয়ে ট্রাকের সন্ধান পাওয়া গেছে।
চাঁদপুর-শরীয়তপুর নৌ রুটের হরিনা ফেরিঘাটের ম্যানেজার মোঃ আবদুন নুর তুষার জানান, ঊধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করে গেছেন। কি কারণে এই ঘটনা ঘটেছে বা কারো কোন গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।