জীবনে ঘটে যাওয়া এত ঘটনা যা থেকে মানুষের শিক্ষা নেয়ার কথা। এই ঘটনাগুলো ব্যক্তিগত জীবনে শুনে সরাসরি দেখে আবার নিয়মতান্ত্রিক পরিস্থিতিতে কিছু ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলছে। ঘটে যাওয়া ঘটনা থেকে নিজেদের শিক্ষা নিয়ে যার যে কাজ সে কাজে সঠিক মনোনিবেশ সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কাজের সাথে সম্পৃক্ত হয়ে জাতি সমাজ দেশের বহুমুখী কাজে ব্যক্তিগত অবস্থান অনুযায়ী অংশগ্রহণ করি দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেই। প্রতি প্রত্যেকটা দুর্ঘটনা মানুষের জীবনে পারিবারিক জীবনে ব্যাপক বিপর্যয় ডেকে আনে। যার বর্ণনা দেয়া সম্ভব নয়। ব্যক্তিগত অভিব্যক্তি থেকে ইচ্ছা থেকে দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য সচেতনতাই যথেষ্ট। সড়কে যাতায়াতের যাত্রীদের এবং যানবাহন পরিচালকদের এছাড়াও সড়কের নিরাপত্তার জন্য দায়িত্বে নিয়োজিত ট্রাফিক পুলিশের যথাযথ আচরণ সকল কিছুর সমন্বয় একীভূত হলে বহুমুখী দুর্ঘটনা থেকে জাতিকে রক্ষা করা সম্ভব। ২ এপ্রিল দৈনিক শপথ পত্রিকায় প্রকাশ হয়েছে চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত। তবে সকল ঘটনার বহুমুখী কারণ রয়েছে। নিরাপদ সড়কের আন্দোলনে বিভিন্ন বিষয় উঠে এসেছে। এরপরও ট্রাফিক আইনের বিভিন্ন তথ্য রয়েছে সকল তথ্য গাড়ি চালক ড্রাইভিং এর ক্ষেত্রে শতভাগ চর্চায় রাখা জরুরি। বিশেষ করে দেশের মাঝে বিভিন্ন কাজ থেকে উঠে এসে রাস্তায় ইজিবাইক বা অটো রিক্সা বলা হয় এগুলোর ব্যাপক চালক দেখা যাচ্ছে। সড়কের অনেক নিয়ম কানুন এদের জানা নেই। আর সাধারণ জনগণ তো সড়কে চলাচলের বিধি-বিধান মানার ক্ষেত্রে তো তোয়াক্কা করছে না। সড়ক বিভাগের সংশ্লিষ্ট দপ্তরের জনসচেতন তা বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েই আছে। এখন সড়কে বিশেষ করে যারা যানবাহন পরিচালনা করে তাদেরকে শক্তভাবে চালক হিসেবে যা যা কর্তব্য তা পালনের জন্য জোর পদক্ষেপ নিতে হবে। তবেই দেশে দুর্ঘটনার পরিমান অনেক অংশ কমে আসবে। এমনটাই ভাবছেন দেশের সচেতন মহল।