স্টাফ রিপোর্টার:
চার দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করলেন চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হাকিম গাজী। বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি….রাজিউন)।
এর আগে গত গত পহেলা মে সোমবার সন্ধ্যা ৭টার সময় মতলব উত্তরের ছেংগারচর বাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় দ্রুত অ্যাম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা কমফোর্ট হাসপাতালে ভর্তি করানো হয়। ওখানে চিকিৎসা নিয়ে চাঁদপুর স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ভর্তি করালে বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে তার এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো দেখতে শতশত রাজনৈতিক নেতাকর্মী, এলাকার শুভাকাঙ্খী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছুটে আসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বৎসর। সে বাবা, ভাই-বোন, স্ত্রী ও এক শিশু কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বৃহস্পতিবার বিকেল ৫টায় আশিকাটি চাঁদখার বাজার সংলগ্ন কাশিম খান বাড়ি ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মাস্টার, সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন খান সহ রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, শিক্ষক সহ নানা শ্রেণি পেশার মানুষ। জানাজা শেষে তাঁকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।