সাগর আচার্য্য
মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের বাবুরহাট বাজার ও মতলব রোডের মাথায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।
এসময় বাজারে আগত মাস্কবিহীন ক্রেতা সাধারণ ও ব্যবসায়ীসহ ঘুরাফেরা করা সাধারণ মানুষকে জরিমানা করা হয় এবং করোনার ভয়াবহতা নিয়ে সচেতন করেন তিনি। এর মধ্যে ওয়্যারলেস বাজারের তিনটি ফলের দোকানে মুল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইনে মোট ১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে না চলায় ২ জনকে ৪৫০ টাকা জরিমানা করা হয়।
এ সময় চাঁদপুর-কুমিল্লা রুটে চলাচলকারী বোগদাদ বাসের ড্রাইভার, হেলপার, সুপারভাইজার ও যাত্রীদের মুখে মাস্ক না থাকায় তাদের সর্তক করেন তিনি। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন চাঁদপুর আনসার ভিডিপির সদস্যরা।