স্বপ্নপূরন সামাজিক সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
রিয়াজ শাওনঃ
“স্বপ্নপূরণ পরিবারের আহবান,অসহায়ত্বের তরে কর সেবাদান” এই স্লোগানকে প্রানে ধারণ করে স্বপ্নপূরন সামাজিক সংগঠন দীর্ঘদিন চাঁদপুর জেলায় অসহায় মানুষকে বিভিন্ন ভাবে সেবাদান করে আসচ্ছে।
বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রভাব বাংলাদেশও পড়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ সরকার মানুকে ঘরে থাকার আহবান করছে। বন্ধ করে দেওয়া হয়েছে কল-কারখানাসহ প্রায় সকল প্রকার মানুষের কর্মস্থল। এতে বিপাকে পড়েছে দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ।
সমাজের নিম্নবিত্ত ও মধ্যেবিত্ত পরিবারের পাশে দাড়িয়েছে স্বপ্নপূরন পরিবার। ইতিমধ্যে চাঁদপুর সদর ও হাজিগন্জ উপজেলায় একাধিক পরিবারকে সংগঠনটি ত্রাণ পৌঁছে দিয়েছেন গোপনে।
সংগঠনের সভাপতি ইরমান হোসেন বলেন ” বর্তমানে নিম্ন আয়ের মানুষগুলো ঘর বন্দী। তাদের কাজ নেই ঘরেও খাদ্য নেই। এমন কিছু অসহায় পরিবারের পাশে দাড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাদের সংগঠন নিজের সার্মথ্য অনুযায়ী মানুষের পাশে দাড়াবে। আমাদের আহবান সামাজের বিত্তশালীরা এগিয়ে আসুক মানুষের পাশে এসে দাড়াক।
স্বপ্নপূরন সামাজিক সংগঠন ইতিমধ্যে চাঁদপুর জেলায় বিভিন্ন সামাজিক উন্নয়ন ও সচেতনমূলক কাজ করে মানুষের মনে জায়গা করে নিয়েছে।