রিয়াজ শাওন:
প্রতি বছরের ন্যায় এবারও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নপূরণ সমাজকল্যান সংস্থার উদ্যোগে সুবিধাবঞ্চিত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠনটি এ বছর প্রায় ৩শ মানুষের মাঝে তিনটি ধাপে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করবে।তারই ধারাবাহিকতায় গত ৫ জানুয়ারি সোমবার প্রথম ধাপে সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত হাজিগঞ্জ উপজেলার ৭নং পশ্চিম বড়কুল ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে প্রায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সংগঠনের এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী।
স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থার সভাপতি এমরান হোসেন বলেন, এ বছর আমরা শহরের তুলনায় গ্রামের দিকে একটু বেশি নজর দিয়েছি। কারণ শহরে তো অনেক মানুষ দেয়। তাই আমরা প্রথম ধাপে গ্রামের কিছু মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি এবং দ্বিতীয় ধাপে চাঁদপুর শহরের এই কার্যক্রম পরিচালনা করবো।স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ হাসান মাহমুদ দৈনিক শপথকে বলেন, আমরা তো মানুষ। আর মানুষই তো মানুষের পাশে দাঁড়াবে। আল্লাহ আমাদের মধ্যে যাদের আর্থিক অবস্থা একটু ভালো রেখেছে তাদের সকলের উচিত অসহায় শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো। এতে হয়তো তাদের কিছুটা কষ্ট লাঘব হবে। আর আমাদের এই কাজে দেশ-বিদেশ থেকে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ওমর ফারুক, আরিফ হোসেন, মো মারুফ হোসেনসহ অন্যান্য সদস্যরা।