আবদুস সালাম:
চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনরে সাথে মতবিনিময় করেছেন। ১১ জানুয়ারি সোমবার বিকালে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় সঞ্চালনার ভূমিকায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি।
সভায় নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আপনারা যদি কোনো অফিসারের কাছ থেকে ভালো সার্ভিস পেতে চান, তবে তাকে কাজের সেই পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। তাকে যদি সে পরিবেশ না দেওয়া হয় তাহলে সার্ভিস পাওয়া যাবে না। আপনাদের কাছে অনুরোধ থাকবে উপজেলা প্রশাসনে যারা আছেন, সবার সহযোগিতা নিয়ে উপজেলা পরিষদ পরিচালনা করবেন। তিনি এসময়ে আরো বলেন, আমি আপনাদের এখানে এসেছি আপনাদের এবং এ অঞ্চল সম্পর্কে জানতে, এ অঞ্চলের কৃষ্টি কালচার সম্পর্কে জানতে।
আমি ভেবেছিলাম আপনারা আপনাদের সমস্যার কথা তুলে ধরবেন। কিন্তু সে রকম কিছু পাইনি। তারপরও বলছি এ রকম যদি কিছু থেকে থাকে আমাকে অবহিত করলে আমার পক্ষে যদি তা পূরণ করা সম্ভব হয় তাহলে তা করবো। আর সাধ্যের বাহিরে থাকলে মন্ত্রণালয়ের মাধ্যমেও তা করার ব্যবস্থা করবো। জেলা প্রশাসক এমন একটি পদ যেখানে সে কেন্দ্রীয় সরকারের মাঠ পর্যায়ে প্রতিনিধিত্ব করে’।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি.এস তসলিম, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আশরাফ আহমেদ চৌধুরী, মুক্তিযুদ্ধা শহিদউল্যা তফদার, ২নং ইউপি চেয়ারম্যান মো.হারুন, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ’র উপাধ্যাক্ষ ন্যায়পাল চন্দ্র, প্রাথমি শিক্ষা অফিসার মনিরুজ্জামান, কৃষি কর্মকর্তা আশিক জামিল, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো.কামরুজ্জামান সহ প্রমুখ ব্যক্তিবর্গ।