বাংলাদেশ সিভিল সার্ভিস নবীন কর্মকর্তাদের নিয়ে ৭২তম বুনিয়াদি প্রশিক্ষণ গত ১১ এপ্রিল থেকে ৭ অক্টোবর মেয়াদ পর্যন্ত বিপিএটিসিসহ ৮টি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ হওয়ার সময় নির্ধারিত হলেও করোনা পরিস্থিতি কারণে তা স্থগিত করা হয়।এরপর গত ২২ মে হতে ৬ মাসের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু করা হয়। কিন্তু করোনা মহামারির তীব্রতার কারণে সরকার আবারো লকডাউনের সিদ্ধান্ত নেয়। তাই হঠাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পরিচালিত এবং আসন্ন সকল প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে। তাই ১ মাস ১ সপ্তাহ প্রশিক্ষণ শেষেআবারো নিজ কর্মস্থলে ফিরে এসেছেন প্রশিক্ষণার্থীরা।
জানা যায়, বাংলাদেশ সিভিল সার্ভিস নবীন কর্মকর্তাদের নিয়ে ৭২তম বুনিয়াদি প্রশিক্ষণেসারা বাংলাদেশে নবীনতম ৬শ ৩৯ জন কর্মকর্তাদের এই বুনিয়াদি প্রশিক্ষণের আওতায় নেয়া হয়। এই পর্যায়ে প্রশিক্ষণে চাঁদপুরে জেলা প্রশাসনের ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশগ্রহণ করেছিলেন। তারা হলেন: কাজী মোঃ মেশকাতুল ইসলাম, এ.আর.এম জাহিদ হাসান, রেশমা খাতুন, রিক্তা খাতুন ও দেবযানী কর।
দৈনিক শপথকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.আর.এম জাহিদ হাসান বলেন, আমাদের ৭২তম বুনিয়াদি প্রশিক্ষণের পুনরাদেশ না দেয়া পর্যন্ত অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।তাই আমরা নিজ নিজ কর্মস্থলে ফিরে আসছি।
ইকবাল বাহার