মো. তুহিন ফয়েজ:
স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়েছিলেন বৃদ্ধ নসু মিয়া (৬০)। পরদিন অর্থাৎ মঙ্গলবার পরিত্যাক্ত বাড়িতে মিললো লাশ। এদিন সকালে মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া এলাকা থেকে নসু মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ রামপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, নসু মিয়ার মৃত্যু রহস্যজনক। গত সোমবার তিনি স্ত্রীর সাথে জগড়া করে বাড়ি থেকে বের হন। এরপর মঙ্গলবার লাশ পাওয়া গেলো। কিন্তু তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আশংকা করা হচ্ছে বিষ জাতীয় কিছু খেয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য আঃ হালিম সরকার জানান, স্থানীয় ঠেটালিয়া গ্রামের লোকজন লাশটি দেখতে পেয়ে আমাকে ফোন করে। পরে ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশকে খবর দিয়েছি। প্রথমে কেউ লোকটিকে চিনতে পারেনি। তার বয়স অনুমানিক ৬০ বছর হবে। এদিকে ওই লোকটির মৃত্যুতে চারিদিকে রহস্য জাল তৈরি হয়েছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন মৃধা জানান, লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যু আসল রহস্য উদঘাটন হবে।