ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে বিষপান করে আত্মহত্যা করেছে দিনমজুর আঃ মোতালেব গনি(২৬)। গতকাল শনিবার দুপুরে চির্কা গ্রামের সলেমান রাঢ়ীতে এ ঘটনা ঘটে। পরে তার লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে সলেমান রাঢ়ীর ছেলে। সে তিন সমন্তানের জনক।
জানা যায়, শনিবার দুপুরে আঃ মোতালেব গনির সাথে স্ত্রীর সাথে ঝগড়া হয়। এসময় অভিমান করে সে বিষপান করে। দ্রুত তাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আঃ মোতালেবের বোন জান্নাতুল ফেরদৌস জানান, চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের মেয়ে জেসমিন বেগমকে ৫ বছর পূর্বে বিয়ে করে তার ভাই। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, সংবাদ পেয়ে থানা পুলিশ শনিবার বিকালে লাশ উদ্ধার করে । পরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকার হাসপাতালের মর্গে পাঠানো হয়।