স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ স্কাউটস্ চাঁদপুর জেলা শাখার নতুন ও পুরাতন ভবন পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। গতকাল ৭ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৮টায় ভবনগুলো পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি সংক্ষিপ্ত আলোচনায় বলেন, চাঁদপুরের স্কাউটিং-এর অনেক সুনাম রয়েছে সারা দেশে। এ সুনাম অক্ষুন্ন রাখতে হবে। স্কাউটে যে সব শিক্ষার্থীরা রয়েছে তারা অনেক মেধাবী। তাদের মেধাকে কাজে লাগিয়ে চাঁদপুর জেলা স্কাউটকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা যারা স্কাউটের দায়িত্বে রয়েছেন তারা আরো চেষ্টা করবেন স্কাউটের সুনাম কীভাবে বৃদ্ধি করা যায় সেজন্য।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ বশির আহমেদ, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক অজয় ভৌমিক, জেলা স্কাউট কমিশনার সামছুল আমিন, কোষাধ্যক্ষ নাঈম উদ্দীন খান, কুমিল্লা আঞ্চলের ডিআরসি হাফেজ আহমেদ, স্কাউটের লিডার গোলাম মেহেদী মাসুদ প্রমুখ।