কচুয়া সংবাদদাতা:
হারুনুর রশিদ খোকা। সৌদি প্রবাসী। সৌদি আরবে হোম কোয়ারেন্টাইনে অবস্থান করছেন। সেখান নিজ গ্রাম ও ইউনিয়নের হতদরিদ্র মানুষের জন্যে খাদ্যের ব্যবস্থা করেছেন যা স্থানীয় কয়েকজন যুবক দিয়ে বিতেণ করা হয়েছে।
জানা যায়, গত বুধবার সামাজিক দুরত্ব বজায় রেখে ভ্যান গাড়ী করে চাল,ডাল,তৈল,আলু, পেয়াজ, রসুন ও সাবান বাড়ী-বাড়ী পৌছে দেওয়ার ব্যবস্থা করেন।
রাজনিতিক, সামাজিক, সরকারী (অবঃ) কর্মকর্তাদের খোকাও করোনা ভাইসরাসের কারনে গ্রামের খেটে খাওয়া দিনমুজুর, ঘরবন্দী মানুষের পাশে দাড়াতেঁ মোটেই সময় অপচয় করেননি।
স্থানীয় যুবলীগ নেতা গোলাম মোস্তফা ফেসবুকে জানান, চাঁদপুর গ্রামবাসীর পক্ষ থেকে গ্রামের ঘরবন্দী-ক্ষুধার্তদের মানবিক সহায়তার জন্য কৃতঙ্গতা ও ধন্যবাদ জানাই।