চাঁদপুর প্রতিনিধিঃ
শাপলা মিডিয়ার চেয়ারম্যান, চাঁদপুরের লক্ষীপুর মডেল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, ইউপি চেয়ারম্যান, ভয়েস টেলিভিশনের মালিক, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক মোঃ সেলিম খানে মা অসুস্থ। ঈদের আগের রাত পোনে ৯টায় হঠাৎ তিনি অসুস্থ্য হয়ে পড়লে দ্রুত চাঁদ পুরে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সেলিম খানের মা আনোয়ারা বেগমের অবস্থার অবনতি হলে মংগলবার অর্থাৎ ঈদের দিন সকালে তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা। বর্তমানে স্কয়ার হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন রয়েছেন তিনি৷
মিসেস আনোয়ারা বেগমের আশু রোগ মুক্তির জন্যে আজ বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করা হয়েছে। মায়ের আশু রোগমুক্তি কামনায় এলাকাবাসীসহ সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে।