সম্পাদকীয়
জনগণের উন্নয়নের বিভিন্ন ধারায় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন অবস্থানে বহুমুখী উন্নয়নের চিত্র সমগ্র দেশে বিরাজমান রয়েছে। উন্নয়নমুখী বাংলার অভ্যন্তরীণ উন্নয়ন কতটুকু হয়েছে সেটা জনগণের মধ্যে অনুমান করতে বাকি নেই। সরকারের প্রচেষ্টা সরকার দেশ চালাবে জনগণের শাসন করবে ঘুরে ফিরে জনগণের অর্থায়নের জনগণের কর্মায়নের জনগণের উৎপাদনের সমষ্টিতে সরকারকে প্রধান কৃত টেক্স এবং ভ্যাট এসবের মাধ্যমে উন্নয়ন। এই উন্নয়ন কারো একার অর্থায়নে নয়। ১৭ জুলাই দৈনিক শপথ পত্রিকায় প্রকাশ ঝুঁকিতে রামগঞ্জ হাজীগঞ্জ ডাকাতিয়া সেতু। এই সেতুর কয়েকটি পিলারের আস্তর সরে গিয়ে ভেতরের রডের জালি দেখা যায়। প্রতিদিন হাজার হাজার যানবাহন যাতায়াত করে এই সেতুর উপর দিয়ে। বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ সড়কে সম্পৃক্ত সেতুর ব্যবহার হচ্ছে। প্রতিনিয়ত যোগাযোগে ব্যবহৃত সেতুর সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। এমন গুরুত্বপূর্ণ যোগাযোগের প্রতিষ্ঠান সরকারের আদায়কৃত টোল এবং সেতুর তত্ত¡াবধায়ক দুই এর মাঝে অবশ্যই ব্যত্যয় রয়েছে। তা না হলে এমন একটি প্রতিষ্ঠান দৃশ্যত ঝুঁকি প্রকাশ হওয়াটা বেমানান। কারণ টোল আদায় করা হয় সেতুর রক্ষণাবেক্ষণের এবং পুনরায় সেতুর রুপাঙ্গিক প্রতিস্থাপন উদ্যেশ্য। তাহলে সংশ্লিষ্ট দপ্তর এই বিষয়টি গুরুত্বের সহিত পদক্ষেপ নেবে বলে উক্ত এলাকার সমগ্র জনসাধারণের বিশ্বাস।