সম্পাদকীয়
সমগ্র জীবনের প্রতি প্রত্যেকটি সময়কে যদি অধ্যায়নের আবরণে রাখা যেত তাহলে যেকোনো ধরনের মানবিক শিক্ষা মানুষকে কল্যাণমুখী জীবন ও জীবিকার দিকে এগিয়ে নিত। কিন্তু মানুষ সাধারণত সময়ের পরিবর্তনে অবস্থানের পরিবর্তনে কালের প্রেক্ষাপটে নিজেদেরকে সঠিক পথে সঠিক অর্জনের দিকে সবাই থাকতে পারে না। যার কারণে নৈতিক চিন্তা চেতনার সার্বিক মানবিক ভাবনা থেকে দূরে সরে থাকে। যত বেশি সময় মানুষ নৈতিক চিন্তা চেতনা থেকে দূরে থাকে ততই মানুষ বিপথগামীতার দিকে ধাবিত হতে থাকে। ব্যক্তি ব্যক্তিত্ব অহমিকা ঘাড়ে চেপে বসে। ফলে যে কোন অনৈতিক কাজ যে কোন অমানবিক কাজ এমনকি আগ্রাসী কাজে সামিল হতে এমন মানুষদের বিবেক বাধা দেয় না। বিবেকের দুয়ারে বিবেচনার মাপকাঠি যথাযথ ব্যবহারের অভাবে ব্যক্তি থেকে শুরু করে এমন কোন স্থান নেই যেখানে অপরাধ প্রবণতার ছাপ নেই। এমন এক সময় চলছে যখন মানুষ অপরাধপ্রবণতার দিক থেকে সুবিধা বোধ মনে করে ন্যায় পরায়নবোধ থেকে মানুষ অসুবিধা বোধ করে। এই সুবিধা এবং অসুবিধার এপিট ওপিঠ জনসংখ্যার ব্যাপক তারতম্য রয়েছে। অপরাধপ্রবণ পথে জনসংখ্যার মিছিল রয়েছে যাদের কর্ম তৃণমূল থেকে সর্বোচ্চ আসন পর্যন্ত এর ট্যাগ লেগে রয়েছে। যার ফলে অপরাধপ্রবণ কার্যকর্ম ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। ন্যায় পরায়ন চিন্তা চেতনার সাধারণ মানুষ ন্যায় ভিত্তিক জীবন যাপনের ক্ষেত্রে অধিক হারে প্রকাশ্যে জনগণের উপস্থিতি কম। যার কারণে ন্যায় চিন্তা চেতনার মানুষদের জীবনে জীবিকার ক্ষেত্রে ব্যাপক বাধার সম্মুখীন হতে হয়। যদিও সেটা বাধা নয় সেটা ধৈর্য এবং অপেক্ষার একটা পালা। যত কথাই বলে রাত শেষে সূর্য উদিত হবেই আবার দিন শেষে চাঁদের দেখা মিলবেই তাহলে এটা যেমন চিরসত্য ন্যায় প্রবণ চিন্তা চেতনার মানুষদেরও জীবন জীবিকার ক্ষেত্রে তেমনি শত বাধা পেরিয়ে ধৈর্যের পালা শেষ করে নতুন সূর্যের নতুন দিগন্তের নব আশা ফলপ্রসু ফল আসেই। যদিও সেটা তিক্ততার স্বাদ অনুভূত হয়। বাংলাদেশের এমন অনেক দপ্তর রয়েছে বিশেষ করে কৃষিক্ষেত্রে কৃষকদের শক্তিশালী উন্মুক্ত সাংগঠনিক ফোরাম বাংলাদেশে নেই। যার কারণে কৃষিভিত্তিক বাংলাদেশের কৃষকদের ব্যাপকভাবে অপদস্ত হতে হয়। সরকারের প্রদেয় বিভিন্ন সুবিধা থেকে সঠিক কৃষকরা বাস্তব সুবিধা পায় না। সাধারণত কৃষিতে ইরিগেশন মৌসুমে সেচ মিটার সংযোগ স্থাপনের ক্ষেত্রে সরকারের নির্দেশনা যথাযথভাবে পালিত হয় না। কোন না কোন ভাবে সেচ মিটার সংগ্রহকারীকে আর্থিক ক্ষতির মধ্যে ফেলবেই। যেখানে সরকারের ঘোষণায় কৃষকদের উপর সেবামূলক কার্যক্রম পরিপাটি হয়। কিন্তু আমলাতান্ত্রিক ব্যবস্থাপনা থেকে সরকারের অগোচরে এর কানা কড়িও সঠিক মাপকাঠিতে বাস্তবায়ন করা হয় না। এমনটাই বলে সচেতন মহলের কাছে মনের জমা ক্ষোভ প্রকাশ করে থাকে তৃণমূল কৃষক।