শরীফ মোঃ মাছুম বিল্লাহ:
একতা, সততা, সেবা ও সমৃদ্ধির মাধ্যমে মানবতার কল্যাণে নিয়োজিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন পূর্ব বাখরপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অসহায় পরিবারকে বসতঘর উপহার দেয়া হয়েছে। একই অনুষ্ঠানে প্রবাস ফেরত সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়।
গত পহেলা মে সোমবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের পূর্ব বাখরপুর সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বসত ঘর উপহার ও প্রবাসীদের এই সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে কার্যকরী কমিটির সভাপতি জি এম মোস্তফা কামালের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক সিয়াম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট মুহা আবদুল কাদের খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম হোসেন পাটওয়ারী, প্রতিষ্ঠাতা সদস্য হারুন আর রশিদ খান, আনছার খান, অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মামুন ছৈয়াল, পরিচালনা কমিটির সদস্য মাইনউদ্দিন মাঝি প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মাসুদ খান, অর্থ সম্পাদক জাহিদ ছৈয়াল, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, জাহিদ হাসান নিলয়, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক রাব্বি ছৈয়াল, শিক্ষা সম্পাদক রাকিবুল ইসলাম খান, সিয়াম খান জুনিয়র, রাব্বি শেখ, সম্মানিত সদস্য আহমেদ শান্ত, হাবিবুর রহমান মিজি, আল আমিন খান, সিহাব খানসহ সংগঠনের শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।