বিল্লাল ঢালী:
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট হাসানুল গনি পাটোয়ারী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১১ জুলাই) সন্ধ্যায় ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো আনুমানিক ৫০ বছর।
গত ১০ জুলাই শাহারাস্তি থেকে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। শ্বাসকষ্টজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এডভোকেট এহসানুল গনি পাটোয়ারীর বাড়ী শাহরাস্তি উপজেলা উপলতা গ্রামে। তিনি মেহের উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক পাটোয়ারীর বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান।
তিনি দীর্ঘদিন যাবত চাঁদপুরে আইন পেশায় জড়িত ছিলেন। আইন পেশায় দক্ষ এডভোকেট হিসেবে তিনি পরিচিত। কর্মজীবনের শুরুতে তিনি ধড্ডা মোয়াজ্জেম হোসেন ডিগ্রী কলেজে অধ্যাপনা করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মীদের মাঝে। এলাকাতেও তিনি সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত মুখ।
তার ঘনিষ্টজন বন্ধু এড. মোঃ মহসীন খান এক প্রতিক্রিয়ায় জানান, খুব কাছের বন্ধুকে হারিয়ে আমি মানসিক ভাবে ভেঙে পড়েছি। বন্ধুকে নিয়ে আমার অনেক স্মৃতি। এতো দ্রুত বন্ধু চিরবিদায় নেবে মেনে নিতে কষ্ট হচ্ছে।