স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে বীরত্বপূর্ণ সাহসিকতার জন্য পুলিশের পক্ষ থেকে এক গাড়ি চালককে সম্মাননা প্রদান করা হয়েছে। এসময় আব্দুল মান্নান গাজী নামে এই পিকআপ চালককে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ। আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা পুলিশ লাইনস্ এর ড্রিল হাউজে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহীউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (দপ্তর) মাইনুল হোসেন, ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন প্রমুখ।
জানা গেছে, গত ১২ জানুয়ারি রাতে জীবনের ঝুঁকি নিয়ে পিকআপ চালক আব্দুল মান্নান গাজী সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে গরু চোর চক্রের দুই সদস্য এবং একটি পিকআপসহ ৫টি গরু আটক করতে সক্ষম হন। একাই জীবনের ঝুঁকি নিয়ে বীরত্বপূর্ণ এমন সাহসিকতার জন্য চাঁদপুরে পুলিশ বাহিনীর কাছে বেশ প্রশংসিত হন আব্দুল মান্নান গাজী। শুধু তাই নয়, ওই ঘটনার পরবর্তীতে এই গরু চোর চক্রে আরো তিন সদস্যকেও পুলিশ আটক করতে সক্ষম হয়। এই বিষয় চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, আব্দুল মান্নান গাজী জীবনের ঝুঁকি নিয়ে যে কাজ করেছেন।
তা একটি ব্যতিক্রম ঘটনা বটে। তার এমন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হয়তো সাদামাটাভাবে দেওয়া হলো। তবে এটি একটি প্রতীকী সম্মান হলেও তা অন্যদেরও এভাবে এগিয়ে আসার জন্য একটি দৃষ্টান্ত হতে পারে। এদিকে, সম্মাননা পেয়ে আব্দুল মান্নান গাজী বলেন, নিরীহ কোনো মানুষের গরুগুলো একদল চোর নিয়ে যাবে। আর তা চেয়ে দেখবো। তাতো হতে পারে না। তাই সন্দেহ হওয়া মাত্রই চোর চক্রকে ধরতে জীবনের ঝুঁকি নিয়ে ধাওয়া করেছি এবং সড়কে নিজের পিকআপ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছিলাম। ফলে শুধু গরুগুলো রক্ষা হয়নি, সঙ্গে চোর চক্রকেও ধরতে সক্ষম হয়েছি।