সম্পাদকীয়
মানুষ সমাজবদ্ধ জীব। সামাজিকভাবে বসবাস করতে গিয়ে মানুষ দলবদ্ধভাবে অবস্থান করে। তবে যার যার মতামত চিন্তাধারা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ হয়ে থাকে। বিভিন্ন মত ভিন্ন চিন্তা ভিন্ন ভাবধারা কখনো কখনো অন্যের চিন্তাধারার উপর প্রভাব ফেলে। তবে অন্যের চিন্তাধারার উপরে কারো ব্যক্তিগত চলাফেরা চিন্তা চেতনা কাজকর্ম প্রভাব ফেললে তার ক্ষতি না করে নিজেকে সামলে নেয়াটাই মহত্বের লক্ষণ। বর্তমান পৃথিবীতে কেউ কারো ভালো দেখতে পারে না। কারণ ভালো থাকাটা কারো ভালো চলাটা অসহনীয় বর্তমান সমাজ ব্যবস্থায়। সামাজিক ব্যবস্থাটা কারো একার সৃষ্ট নয়। মানুষ তার ব্যক্তিগত এবং সমষ্টিগত প্রয়োজনে সামাজিক ব্যবস্থায় জীবনমুখী বিভিন্ন পরিবর্তন দেখা যায়। মানুষ বিবেকহীন বিবেচনাহীন হয়ে পড়ায় হিংসা পরায়ণ হয়ে পড়ছে। যেখানে মানুষ মানুষের সহযোগী হবে সহকারী হবে একে অন্যের বিপদে এগিয়ে আসবে সহযোগিতা করবে সহমর্মীতা দেখাবে এসব বিষয়গুলো এখন নামে মাত্রই রয়েছে। তা না হলে ৯ আগস্ট দৈনিক শপথ পত্রিকায় প্রকাশ হয়েছে মতলব উত্তরে দুর্বৃত্তের আগুনে পুড়লো অসহায় পরিবারের বসতঘর। লজ্জিত ঘৃণিত মানসিক পরিস্থিতি থেকে হিংসাত্মক মনোভাব থেকে এ সকল কর্মের বহিঃপ্রকাশ হয়ে থাকে। তা না হলে অসহায় পরিবারের ঘরে আগুন দিয়ে এ কেমন তামাশা? কেমন অত্যাচার? এ কেমন নিপীড়ন? মানুষ মানুষের প্রতি মমত্ববোধ দিনে দিনে এমন দস্যুপনয় পরিণত হলো কেন। দৈনন্দিন মানব জীবনে বসবাসের ক্ষেত্রে পারস্পরিক বিভিন্ন সমস্যা থাকতে পারে তাই বলে কারো বসতবাড়ি পুড়িয়ে দেয়া এটা কোন মানুষের লক্ষণ নয় মনুষ্যত্বের পরিচয় নয়। সমস্যা হলে সমস্যার সমাধান রয়েছে। সেটা পারিবারিকভাবে না হলে সামাজিকভাবে হবে। সামাজিকভাবে না হলে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানের মাধ্যমে হবে। তা না হলে থানা পর্যায়ে কাজ হবে এ কেমন হিংসা মানুষের বসতি জ্বালিয়ে দেয়া নির্মম নির্দয় মানসিকতার বহিঃপ্রকাশ এদের যে কোন মূল্যে আইনের প্রক্রিয়ায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিত। ক্ষতিগ্রস্তদের প্রতি প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তর গুরুত্ব দিতে হবে। সারাদেশেই প্রশাসন তার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সেবার জন্য। জনগণের জানমাল নিরাপত্তার জন্য সরকারের প্রতিষ্ঠিত প্রশাসন স্থানীয় প্রশাসন বিভিন্ন স্তরের জনসেবামূলক প্রতিষ্ঠান রয়েছে। এমন দুষ্টুপনা ঘটনার অবশ্যই প্রশাসন গুরুত্ব দেবে তদন্ত করে অভিযুক্তদেরকে শাস্তি আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার ব্যবস্থা স্থাপন করবে।