স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের যুব মহাসমাবেশে অংশগ্রহণ করেছেন ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় নির্বাহী পরিষদের সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ শামছুর হক ভূঁইয়ার নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলা ও সকল ইউনিয়ন, পৌর যুবলীগের নেতৃবৃন্দ মিছিল নিয়ে যুব মহাসমাবেশে অংশগ্রহণ করেন।
এরপূর্বে ফরিদগঞ্জ থেকে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরানের নেতৃত্বে গতকাল ১১ নভেম্বর শুক্রবার সকালে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগ ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ লঞ্চযোগে ঢাকা মহাসমাবেশে উদ্দেশ্যে রওনা হয়। শুক্রবার বেলা ১২টায় মিছিল নিয়ে প্রথমে রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হয়। সেখান থেকে আলহাজ্ব ড. মোহাম্মদ শামছুর হক ভূঁইয়ার নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের যুব মহাসমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাটোয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন ভূঁইয়া ইরান, আওয়ামী লীগ নেতা ও টঙ্গীর বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আরিয়ান কাদের, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেন মোল্লা, সোহেল বিন সালে বাবু, কাউন্সিলার জামাল উদ্দিন, আব্দুর রহমান, মাকসুদুল বাশার বাঁধন পাটোয়ারী, জাকির হোসেন, ফয়সাল হোসেন, ২ নং বালিথুবা ইউনিয়ন যুবলীগের সভাপতি মহসিন তপাদার, সাধারণ সম্পাদক জুয়েল হোসেন টিট, ৩ নং ইউনিয়ন যুবলীগের সভাপতি কাউসার পাটোয়ারী, যুগ্ম-সাধারণসম্পাদক রাশেদ পাটোয়ারী, ৪ নং ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী সরিফুল ইসলাম, ৫ নং ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ জমাদার, সাধারণ সম্পাদক হারিস হোসেন, ৬ নং ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল পাটোয়ারী, ৭ নং ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজহারুল ইসলাম আকরাম সহ-সভাপতি রিপন মেম্বার, ৮ নং ইউনিয়ন যুবলীগ নেতা বিল্লাল হোসেন, ৯ নং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, ১০নং ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিকুর রহমান আশু, ১১নং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সিনিয়র সহ-সভাপতি মামুন হোসেন, সহ-সভাপতি কামাল হোসেন, পৌরসভা যুবলীগের যুগ্ম-আহবায়ক সোহেল দেওয়ান, যুগ্ম-আহবায়ক খাইরুল আলম সবুজ, যুগ্ম-আহŸায়ক হাবিব হোসেন, ১৪নং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মমিন হোসেন ভূঁইয়া সুমন, ১৬নং ইউনিয়ন যুবলীগের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান কাহার, ১৬ নং ইউনিয়ন যুবলীগ নেতা শরীফ হোসেন খোকন হোসেন, ৮ নং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শফিউল্লাহ সুজনসহ শত শত নেতৃবৃন্দ।