কাদের পলাশ
সোশ্যাল মিডিয়া তথা ভার্চুয়াল যুগে কাগুজে পত্রিকার অস্তিত্ব যেখানে নড়বড়ে ঠিক সেখান থেকেই শুরু করেছে সাপ্তাহিক শপথ। ২০১৯ সালের ২৬ আগস্ট পত্রিকাটির পথ চলা শুরু হয়। সে হিসেবে চলতি সংখ্যাটিই হচ্ছে বর্ষপূর্তি সংখ্যা। শুরুর পর থেকে হাঁটি হাঁটি পা পা করে এক বছর পার করলো সাপ্তাহিক শপথ। অথচ বর্ণিল কোনো আয়োজন নেই। নেই কোনো অনুষ্ঠান। অথচ বৈশ্বিক মহামারির প্রাদুর্ভাবের মধ্যেই বছর পেরিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো সাপ্তাহিক শপথ। মহমারি কোভিড-১৯ অর্থাৎ করোনা আমাদের পথ চলাতেও চরম প্রভাব বিস্তার করেছে। কিন্তু আমরা দমে যাইনি। আমরা ট্যাবলয়েড সাইজের যে আদুরে রঙ্গিন পত্রিকা পাঠকের হাতে দিতে পেরেছি সেই ধারা অব্যাহত রাখেতে পারিনি। কিন্তু পাঠকের চাহিদার বিষয়টি মাথায় রেখেই আমরা ব্রডসিটে অর্থাৎ বড় আকারের পত্রিকা প্রকাশের উদ্যোগ নেই ১৯তম সংখ্যা থেকে। তারপর করোনা যখন আরো রুদ্র রূপ ধারণ করলো আমরা ¯্রােতের বিরুদ্ধে যুদ্ধ না করে কৌশল পাল্টে রঙিন থেকে সাদাকালো ছাপা শুরু করি। এবং পত্রিকাটি নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখি। তারপর থেকে একবছরে ৫২ সংখ্যা পত্রিকা প্রকাশ হয়েছে। সরকারি ছুটি বা বিশেষ ছুটির মধ্যে কোনো সংখ্যা প্রকাশের তারিখ পরলেও বিশেষ ব্যবস্থাপনায় একদিন আগে অথবা একদিন পরে পত্রিকাটি প্রকাশনায় ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এই একবছরে শপথ সমাজের সমস্যা সম্ভাবনা, নীতি দুর্ণীতি, সফলতা ব্যর্থতা সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছে। সত্য বলার শপথ শ্লোগনকে সামনে রেখে সত্যের পক্ষে কাজ করার চেষ্টা করেছে পত্রিকাটি। করোনাকালীন সময়েও একবারের বা একটি সংখ্যা প্রকাশ থেকে দূরে সরেনি। বরং পুরো বছর নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখা হয়েছে। প্রতিটি সংখ্যায় প্রকাশ পেয়েছে গুরপূর্ণ সব নিউজ। একটি জেলার বড় বড় সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেছে। কাজ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হলেও শপথ একবারের জন্যে থেমে থাকেনি। কারণ শপথ এর প্রাণ পাঠক। পাঠকের ইচ্ছে আর আকাঙ্খার প্রতিফলন ঘটাতে আপ্রাণ চেষ্টা করে গেছে শপথ। সাপ্তাহিক শপথ এর উদ্যোগ চাঁদপুরে প্রথম বারের মতো সাংবাদিক সম্মাননা দিয়েছে। উপমহাদেশের প্রখ্যাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনের নামে এ সম্মাননা চাঁদপুরের দুইজন গুণি সাংবাদিককে মনোনীত করা হয়। কিন্তু বেশ কয়েকবার চেষ্টা করে ঝাকঝমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে প্রাকৃতিক কারণে তা আর করা হয়ে উঠেনি। সবশেষ চাঁদপুর প্রেসক্লাবের প্রয়াত সভাপতি ইকরাম চৌধুরীকে গত ৭জুলাই তার বাসায় গিয়ে পারিবারিক কলেবরে ‘নাসিরউদ্দীন সাংবাদিক সম্মাননা’ প্রদান করা হয়েছে। গত এক বছরে শপথ দুইজনকে ‘হিরো অব দ্যা উইক’ মনোনীত করে সম্মাননা জানিয়েছে। তবে তারপর এ সম্মাননা দেয়ার জন্যে বিশেষ কোনো কাজ চোখে পড়েনি। যা বির্তকের উর্ধ্বে। অবশ্য চলমান অনেক ঘটনাই ঘটেছে। যেখান থেকে ইচ্ছে করলেই হিরো অব দ্যা উইক নির্বাচিত করা যেতো। কিন্তু সম্মাননা দেয়ার ব্যাপারে শপথ পরিবার সর্বোচ্চ সর্তক থাকার চেস্টা করেছে। খুব শীঘ্রই ‘নাসিরউদ্দীন সাংবাদিক সম্মাননা-২০২১’ দুইজন গুণি সাংবাদিককে মনোনীত করা হবে। সাপ্তাহিক শপথ পরিবার স্বপ্ন দেখে চাঁদপুরের সাধারণ মানুষ, সমাজ তথা দেশকে ভিন্ন কিছু উপহার দিতে। তাই খুব শীঘ্রই আরো বড় ধরণের চমক নিয়ে পাঠকের সামনে হাজির হবে শপথ। শপথের অগ্রযাত্রায় যারা অবদান রেখেছেন বিশেষ করে, সাংবাদিক, প্রতিনিধি, পাঠক, হকার, এজেন্ট, বিজ্ঞাপন দাতা, শুভাকাঙ্খী ও শুভানুদ্ধ্যায়ীদের জানাই অশেষ কৃতজ্ঞতা। শপথের সাথে থাকুন। কাগুজে পত্রিকা পড়ে এর ঐতিহ্য রক্ষায় আপনিও ভূমিকা রাখুন। ধন্যবাদ।- সম্পাদক ও প্রকাশক, সাপ্তাহিক শপথ।