সাপ্তাহিক শপথ ও শপথ নিউজ-এর ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ হোসাইন পাটওয়ারী মন্টু’র মা নিলুফা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহ ওয়া ইন্নাইলাইহির রাজিউন)।শনিবার চাঁদপুর শহরের স্ট্যান্ড রোডের নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০বছর। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার দোকানঘর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃ্ত্যুকালে তিনি পাঁচ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার পাঁচ ছেলে চাঁদপুর ও দেশের বাহিরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ছেলেরা হচ্ছেণ, ১. হাজী মোহাম্মদ বিল্লাল পাটোয়ারী ২. হাজী মোহাম্মদ হারুন পাটোয়ারী ৩. হাজী মোহাম্মদ জিন্না পাটোয়ারী ৪. হাজী মোহাম্মদ জাকির পাটোয়ারী ৫. হাজী মোহাম্মদ হোসাইন পাটোয়ারী মন্টু।
উট মার্কা বিসমিল্লাহ লবণ ফ্যাক্টরিরী, সোনালী নেট ফ্যাক্টরি, খাজা অটো রাইস মিল, বিসমিল্লাহ আইস ফ্যাক্টরি ইত্যাদি এছাড়া দেশের বাহিরে কয়েকটি দেশে ব্যবসা আছে। যা প্রয়াত নিলুফা বেগমের ছেলেরা মালিক ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্বামী দোকানঘর এলাকার মৃত সিরাজুল ইসলাম পাটওয়ারী। তার মৃত্যুতে সাপ্তাহিক শপথ ও শপথ নিউজ ডট কম পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।