আবু ইউসুফ
জনে জনে মহাজনে অন্য শব্দে ব্যক্তিতে ব্যক্তিতে দায়িত্বপূর্ণ ব্যক্তিতে উচ্চ থেকে নি¤œতনের জীবন কর্ম অর্জন বিসর্জন প্রায়ত শুভ থেকে অশুভ ক্ষণের সকল খবরা খবর আদান প্রদানের একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম গণমাধ্যম। তেমনই সাপ্তাহিক সকল খবরের এক বিশাল তথ্য ভান্ডার নিয়ে বিশাল জনগোষ্ঠীর স্বার্থে বছর পূর্ণ করলো সাপ্তাহিক শপথ পত্রিকাটি। ২০১৯ সালের ২৬আগস্ট পত্রিকাটির পথ চলা শুরু হওয়ার পর থেকে নিয়মিত প্রকাশনার মাধ্যমে তুলে ধরেছে সচিত্র প্রতিবেদন। প্রকাশিত খবরের সার্থকতায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এক ঝাঁক মানবতা প্রেমী চৌকস সংবাদ কর্মী। আমাদের যে কোন সংবাদ সংগ্রহে প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে তৃণমূল পর্যায়ের সরকার এবং স্থানীয় সরকার প্রশাসনের সকলের আন্তরিক অকৃত্রিম সহযোগিতামূলক সহায়তার হাত আমাদের কাজকে করছে বেগবান। তাই প্রশাসনের সকল দপ্তরের সম্মানিত ব্যক্তিবর্গের প্রতি সাপ্তাহিক শপথ পরিবারের পক্ষ থেকে জানাই বর্ষপূর্তির অনাবিল শুভেচ্ছা। যখন যেখানে য কোন অমানবিক নির্যাতনের কথা শুনছে ঝুঁকি নিয়ে বেরিয়ে পড়ছে খবরের আড়ালের খবর তুলে দিতে প্রশাসনের দৌরগোড়ায়। আমরা শুরু থেকেই প্রশাসন থেকে শুরু করে তৃনমুল পর্যায়ের মানুষদের কাছাকাছি সহাবস্থানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কাজ করে যাচ্ছি, আদিত্যনগরের মানুষের কাছে নবআদিত্যের আলো পৌঁঁছাতে। কতটুকু পেরেছি তার বাৎসরিক হিসাব আমাদের প্রতি সহানুভূতির সাড়ার পরিমাণ থেকে মেলাতে পারছি। যদিও সঠিক হিসেব কষা কঠিন। যাদের অনুপ্রেরণায় একটি বছর পার করে অনতিদূর ভবিষ্যতের পথ চলা এবং নিরঙ্কুশ বাঁধাহীন আশ্বাস পেয়ে আসছি, তাদের শ্রেণীমত আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। পাঠকদের অকৃত্রিম ভালোবাসাই আমাদের পথকে আরও সুগম করছে। জানিনা জনগণের সেবা কতটুকু করতে পেরেছি। তবে তা জনগণের সাড়াতেই বিদ্যমান। আধুনিক ডিজিটাল খবরের জগৎ এ বিজ্ঞাপন দাতাদের অনস্বীকার্য সহযোগিতা কোন ভাবেই অস্বীকার করার পথ নেই। তাহাদের প্রতিও জনবান্ধব মানসিকতার জন্য রইল সাপ্তাহিক শপথ পত্রিকা পরিবারের পক্ষ থেকে শপথ পত্রিকা বর্ষপূর্তির শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। শ্রমজীবী মানুষের শ্রম মূল্যের বৈষম্য, মেহনতী মানুষের মেহনতের মজুরি বৈষম্য নীপিড়ীত মানুষের নীপিড়নের সংবাদ প্রকাশের পর সঠিকভাবে তা প্রশাসনের আমলে পৌঁছাতে এবং কার্যকরি পদক্ষেপের প্রমাণ, এমন সব মানুষের তুষ্টি তাদের ভালোবাসায় আমরাও তুষ্ট। তাই তাদের প্রতিও সাপ্তাহিক
শপথ পত্রিকা পরিবারের পক্ষ থেকে শপথ পত্রিকা বর্ষ পূর্তিতে শুভেচ্ছা জ্ঞাপন করছি। শিক্ষা সংস্কৃতি বানিজ্য স্বাস্থ্য যোগাযোগ অন্ন বস্ত্র বাসস্থান হত্যা ধর্ষণ দুর্ঘটনা অর্জন বির্সজন উন্নয়ন মহামারী এবং প্রাকৃতিক দূর্যোগ আরো অনেক অনেক ঘটনা প্রকাশ এবং বিশ্লেষণ ফলোআপ পরিকল্পনা পরিক্রমা সবসময়ের মতো ভবিষ্যতে যেন সঠিক ভাবে প্রকাশে পিছ পা না হই সেই প্রত্যাশাই আমাদের লক্ষ্য। সে লক্ষ্যে বাংলাদেশের তথা সারা বিশ্বের মানুষের মঙ্গল কামনায় সাপ্তাহিক শপথ পত্রিকা পরিবারের দূর্গম পথ চলায় বিগত সময়ের মত সকলে সর্বাঙ্গীন সহচরীতা কামনা করছি।- সম্পাদকীয় প্রধান, সাপ্তাহিক শপথ।