মো. হোসেন বেপারী:
হাজীগঞ্জ থেকে নিয়মিত প্রকাশনায় আট বছর ফেরিয়ে ‘সাপ্তাহিক আমার কণ্ঠ’ এখন পা রাখলো নয় বছরে। এ উপলক্ষে কেক কেটে নয় বছরে পদার্পণের অনুষ্ঠান ও আলোচনা সভা করা হয়েছে। গতকাল বুধবার সকালে হাজীগঞ্জ পৌরসভার মিলনায়তনে সাপ্তাহিক আমার কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও জাতীয় দৈনিক সমকাল পত্রিকার হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. কামাল হোসেনের সভাপতিত্বে সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার সম্পাদক মহিউদ্দিন আল আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন।
এসময় তিনি বলেন, পত্রিকা চালাতে গিয়ে কামাল হোসেন বিভিন্নভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। এসময় তিনি পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও পূজা উদযাপন কমিটি হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রুহিদাস বনিক, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান, ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটন, বসুন্ধরা হোটেল এ্যান্ড রেস্তোরাঁর স্বত্ত¡াধিকারী জাকির হোসেন মিয়াজী, সুজন ডেকোরেটরের স্বত্ত¡াধিকারী মুকবুল আহমেদ, কাউন্সিলর সুমন তপদার, হুমায়ুন কবির, কাউন্সিল মনির হোসেন কাজী, আরিফ মজুমদার, ইকবাল মজুমদার, শ্যামল সাহা।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, এনায়েত মজুমদার, এস.এম মিরাজ মুন্সী, শাখাওয়াত শামীম, রেজাউল করিম নয়ন গাজী মহিন উদ্দিন, মজিব পাটোয়ারী ও মজিবুর রহমান রনি প্রমুখ।