মো. হোসেন বেপারী:
ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের তেলিসাইর গ্রামের নাজমুল হাসান তারেক এখন কোরআনে হাফেজ। সে হাজীগঞ্জ পৌরসভার বাইতুন নূর তাহফিজুল কুরআন মাদ্রাসায় গেল বছরের জুলাই মাসে ভর্তি হন। পরবর্তীতে করোনাকালীন সময়ে মাদ্রাসা কয়েক মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলে সে গত দুই মাস আগে মাত্র সাত মাস সময়ে সে কোরআনে হাফেজ হওয়ার কৃতিত্ব অর্জন করে। তার বাবা সৌদি প্রবাসী সুমন খান। মা নাজমা বেগম। দুই ভাই এক বোন। বোন তেলিসাইর গ্রামের একটি মাদ্রাসায় পড়ছে।
হাজীগঞ্জ পৌর বাস টার্মিনালের পশ্চিম পাশে ও মিডওয়ে হাসপাতালের বিপরীত পাশে মীম টাওয়ারে বাইতুন নূর তাহফিজুল কুরআন মাদ্রাসা। ওই মাদ্রাসার প্রধান হাফেজ ক্বারী মাওলানা নাজির আহমেদ। তিনি জানান, ১৮ জন শিক্ষক ও ১৮০ জন ছাত্র নিয়ে এই মাদ্রাসাটি। তারেক অল্প সময়ে কোরআনে হাফেজ হওয়ায় তিনি গর্বিত।
কোরআনে হাফেজ হতে পেরে নাজমুল হাসান তারেক সবার দোয়া কামনা করে বলেন, স্বপ্ন ছিল কোরআনে হাফেজ হবার। আল্লাহ তাকে হাফেজ করেছেন। তাতে ¯্রষ্টার কাছে শুকরিয়া আদায় করেন।
২০১৫ সালে যাত্রা করে মাদ্রাসাটি। পাশাপাশি ইসলাহুন নিসা মহিলা মাদ্রারাসাটি পরিচালনা করে আসছেন হাফেজ ক্বারী মাওলানা নাজির আহমেদ। ওই মাদ্রাসায় ২১ জন শিক্ষক ও ১৬০ জন ছাত্রী রয়েছে। মাদ্রাসাটি ইতোমধ্যে এনটিভি পিএইচপি কোরআনের আলো ও বাংলা ভিশন পুষ্টি পবিত্র কোরআনের আলো প্রতিযোগিতা জেলায় প্রথম স্থান অর্জন করেন। এছাড়া কওমী বেফাক বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় প্রথম ও হুফফাজুল কোরআন ফাউন্ডেশন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন। সাত মাসে হাফেজ হওয়া হাফেজ মোহাম্মদ তারেক।