সংবাদদাতা, সাতক্ষীরা :
সাতক্ষীরায় সেঞ্চুুুুরি একাডেমি বিনামূল্যে শাক-সবজি বিতরণ করে আসছে। গত ৭এপ্রিল থেকে সংগঠনটি তাদের এ কার্যক্রম পরিচালনা করে আসছে।
সাংগঠনিক সূত্র জানায়, সাতক্ষীরা জেলায় ২০০০ সালের ভয়াবহ বন্যায় স্বেচ্ছায় রুটি বানানো কর্মসূচি অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২০ সালের মহামারী করোনার সময় সমন্বিত ত্রাণ ‘বিনা মূল্য শাক সবজি বিতরণ’ কার্যক্রম গত ৭এপ্রিল থেকে শুরু হয়ে চলমান রয়েছে।
প্রতিদিন ছয়শ থেকে আটশত পরিবারে মাঝে বিনামূল্যে শাক-সবজি বিতরণ কার্যক্রম চলমান আছে।
নতুন ভাবে কৃষকের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরার পক্ষ থেকে আগামী ২ মে শনিবার বিনামূল্যে শাক সবজির বীজ বিতরণ জন্য নাম অন্তর্ভুক্তি কার্যক্রম উদ্বোধন করা হবে।
এ বিষয়ে এলাকা ভিত্তিক চাষীদের কাছ থেকে তাদের নাম,ঠিকানা,ফোন নাম্বার সম্বলিত তথ্য আয়োজক কমিটির কাছে দেওয়ার জন্য অনুরোধ করা হয়।
এ বিষয়ে বিস্তারিত জানতে 01711 556 206 উক্ত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।
কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন সেঞ্চুরি একাডেমি সাতক্ষীরা। আর এই কার্যক্রম কে এগিয়ে নেওয়া জন্যে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন সেঞ্চুরি একাডেমীর কর্মকতা এজাজ আহমেদ স্বপন,শামসুর গজনবী বাবলু, শেখ হাসানাত মোস্তফা টপি, সালাহউদ্দীন রানা,রুহুল কুদ্দুস প্রমুখ।