স্টাফ রিপোর্টার :
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
এক শোকবার্তায় তিনি বলেন, সাংবাদিক শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের মৃত্যুতে আমি শোকাহত। অনেকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যুতে চাঁদপুরের সংবাদপত্র জগতের বড় ক্ষতি হয়ে গেলো। আমিও আমার একজন সত্যিকারের এবং দীর্ঘদিনের সুহৃদকে হারালাম। আল্লাহ রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করি তিনি মাকসুদ ভাইকে বেহেশত নসীব করুন এবং তাঁর পরিবার পরিজনকে এ শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।