স্টাফ রিপোর্টার:
সংবাদ ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল নিউজ-২৪ এর চাঁদপুর প্রতিনিধি ও দৈনিক শপথ এর যুগ্ম বার্তা সম্পাদক খোকন কর্মকারের ছেলে ‘অর্ঘ্য কর্মকার অন্তর’ চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ পেয়েছে।
এর আগে সে উক্ত বিদ্যালয় থেকে জেএসসিতে সকল বিষয়ে জিপিএ-৫ পেয়ে মেধা তালিকায় বৃত্তি পেয়েছে। এ ছাড়া অর্ঘ্য হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায়ও সকল বিষয়ে জিপিএ-৫ সহ মেধাভিত্তিক বৃত্তি পেয়েছিল।
এ অর্জন যাতে সব সময় অব্যাহত থাকে এমন প্রার্থনা শিক্ষাগুরু, মাতা-পিতা ও সর্বজন শ্রদ্ধেয় বয়োজেষ্ঠদের কাছে। সে সকলের কাছে আশীর্বাদ ও দোয়া প্রার্থী।