স্টাফ রিপোর্টার :
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ৭১ টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি, সাপ্তাহিক শপথ এর সম্পাদক ও প্রকাশক, দৈনিক খোলা কাগজ এর চাঁদপুর প্রতিনিধি সাংবাদিক কাদের পলাশ এর মাতা রাবেয়া বেগম মঙ্গলবার বিকেলে চাঁদপুর ডায়াবেটিকস্ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিকস্ ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার তিনি হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চাঁদপুর ডায়াবেটিকস্ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মৃত্যুকালে স্বামী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
মঙ্গলবার রাত ১০টায় নামাজে জানাযা শেষে কচুয়া উপজেলায় কড়ইয়া ইউনিয়নের বাসাবাড়িয়া এলাকায় অবস্থিত পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার স্বামীর নাম মোহাম্মদ সোলাইমান মিয়া।
সাংবাদিক কাদের পলাশের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আল ইমরান শোভন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন মায়ের শূন্যতা কোনোভাবে পূরণ হবার নয়। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহপাক যেন মরহুমাকে জান্নাতবাসী করেন, সেই দোয়া কামনা করছি।