স্টাফ রিপোর্টার:
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী মারা গেছেন। শনিবার ভোর সাড়ে ৪টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী ও ডায়াবেটিস রোগসহ জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, ভাই-বোনসহ বহু আত্মীয়, সহকর্মী ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
ইকরাম চৌধুরী সুদীর্ঘ ৪১ বছর ধরে নিয়মিত সাংবাদিকতা করেছেন। তিনি ১৫ অক্টোবর ১৯৬৫ সালে ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের শোশাইর গ্রামে জন্মগ্রহণ করেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করেও শুধুমাত্র প্রাণের টানে মিশে যান সাংবাদিকতার মতো মহান পেশায়।
দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকা সম্পাদক ও প্রকাশক একাধারে চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘ ২১ বছর নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেছেন। প্রতিষ্ঠার পর থেকে প্রায় দেড় দশক কাজ করেছেন দেশের প্রথম সারির পত্রিকা দৈনিক যুগান্তরে। বর্তমান সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করছেন অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪ ডট কম এ। তৃতীয় দফায় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব নিষ্ঠার সহিত পালন করছেন। এরআগে ৮বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ কীর্তিমান সাংবাদিকের হাত ধরেই চাঁদপুরের প্রায় দুইডজন প্রতিষ্ঠিত সাংবাদিকের হাতেখড়ি হয়েছে।