ফরিদগঞ্জ সংবাদদাতা:
সাংবাদিক আবুল হাসনাতের মৃত্যুতে ‘প্রেসক্লাব ফরিদগঞ্জ’ গভীর শোক প্রকাশ করেছেন। প্রিয় সহকর্মীর স্বজনদের প্রতি সমবেদনাও জানিছেন।
গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় প্রেসক্লাব ফরিদগঞ্জের সভাপতি এমকে মানিক পাঠান ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বেলাল বলেন, আবুল হাসনাত সংবাদকর্মী হিসেবে ছিলেন নিবেদিত প্রাণ। প্রেসক্লাব ফরিদগঞ্জের সদস্য হিসেবে একজন অগ্রগামী সৈনিক ছিলেন। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার সুবাধে তিনি সর্বমহলে ছিলেন পরিচিত মুখ। তার মৃত্যুতে ফরিদগঞ্জের সাংবাদিক মহল ব্যাথিত ও শোকাহত। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, সাংবাদিক আবুল হাসনাত হাসেম প্রেসক্লাব ফরিদগঞ্জের দপ্তর সম্পাদক ও দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জে উপজেলা আওয়ামী গুণিজন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এছাড়া ১৯৯০ সাল নাগাদ বাংলাদেশ ছাত্রলীগ ফরিদগঞ্জ উপজেলা শাখার আহবায়ক এর দায়িত্ব পালন করেন।