স্টাফ রিপোর্টার:
তরুণ নির্মাতা ও সাংবাদিক সাইদ হোসেন অপু-র আজ জন্মদিন। অপু এবছর ৩০বছরে পা দিলো। চাঁদপুরের বিভিন্ন দৈনিকে একদশক ধরে সাংবাদিকতা করছেন তিনি। কলমের কালিতে তুলে ধরছেন সমাজের সংবাদচিত্র। তরুণ এ নির্মাতা ও সাংবাদিক অপু নিজ গুণে ইতোমধ্যে সবার মনে জায়গা করে নিয়েছেন। ইতোমধ্যে তৈরি করেছেন বেশ কিছু সর্টফ্লিম। কাজ করেছেন দেশের অনেক গুণি শিল্পীদের সাথে।
ড্যান্সার মিজান নামে একজন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে অপুকে শুভেচ্ছা জানিয়েছে লিখেছেন, শুভ জন্মদিন আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড়ভাই সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী। ভাইয়া আজকের এই বিশেষ দিনে তোমাকে উপহার হিসেবে কিছুই দিতে পারলাম না। শুধু এটাই বলবো শুভ জন্মদিন।
ভবিষ্যতে পথচলায় ভাইয়া যেন গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া এবং সুস্থতা কামনা করছি।
তানজিল হোসাইন রাজু ফেসবুকরে নিজ টাইম লাইনে লিখেছেন, শুভ জন্ম দিন Sayed Hossain Opu Chowdhury ভাই।
শুভ হোক আগামীর পথচলা। অনেক অনেক দোয়া, ভালোবাসা রইল। এমন অসংখ্যা মানুষ আর ভক্তকুলের ভালোবাসায় সিক্ত হচ্ছেন সাইদ হোসেন অপু।
সাইদ হোসেন অপু দৈনিক চাঁদপুর খবর পত্রিকার চীফ রিপোর্টার এবং প্রিয় চাঁদপুর/Priyo Chandpur এর সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া at Opu Media Zone এর নির্বাহী পরিচালক,মেঘনা থিয়েটার এর সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন, চাঁদপুর জেলা সিনিয়র যুগ্ম সম্পাদক, অনন্যা নাট্যগোষ্ঠী, চাঁদপুর এর সদস্য, দোয়েল সাংস্কৃতিক সংগঠন এর উপদেষ্টা, ঝিলমিল সাংস্কৃতিক সংগঠন এর সহ-সভাপতি দায়িত্ব পালন করছেন।
সাইদ হোসেন অপুর জন্যে শপথ নিউজ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।