স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের সাংবাদিকতায় এক অনন্য নাম শাহাদাত হোসেন শান্ত। সাংবাদিকতায় সুদীর্ঘ ২৫বছর র্পূণ হলো আজ। শান্ত লেখক হিসেবেও চাঁদপুরে বেশ সুনাম কুড়িয়েছেন। চাঁদপুরের সাহিত্য উৎকর্ষে রয়েছে তার মেধা শ্রম ও সময়। শুধু তাই নয় শিক্ষক নেতা হিসেবেও সারাদেশের শিক্ষকদের (একাংশ) এর দায়িত্বশীল প্রতিনিধিত্ব করছেন।
এই বিষয়ে সাংবাদিক শাহাদাত হোসেন শান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লিখেন, আজ থেকে ২৫ বছর আগে ফরিদগঞ্জ উপজেলার আমার এলাকার স্থানীয় ফকির বাজারের বিদ্যুৎ সমস্যার নিয়ে লেখা সাংবাদিকতার প্রথম সংবাদটি ১৯৯৫ সালের ২০ জুন সাপ্তাহিক চাঁদপুর কন্ঠ পত্রিকায় প্রকাশিত হওয়ার মধ্যে দিয়ে সাংবাদিকতার পথ চলা শুরু হয়।
দীর্ঘ ২৫ বছরের সাংবাদিকতায় কাজ করেছি যথাক্রমে সাপ্তাহিক আমোদ, মাসিক পল্লী কাহিনী, দৈনিক চাঁদপুর কন্ঠ, দৈনিক সমাচার, দৈনিক রূপসী বাংলা, দৈনিক ইলশেপাড়, দৈনিক ভোরের ডাক, দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক মানবকন্ঠ পত্রিকায়।
বর্তমানে কাজ করছি জাতীয় দৈনিক মানবকন্ঠ এবং স্থানীয় দৈনিক ইলশেপাড় পত্রিকায়।
দীর্ঘ সময়ের সাংবাদিকতায় আছে অনেক অর্জন আছে অনেক বর্জনও। এনিয়ে স্মৃতি কাহন লেখার ইচ্ছা থাকলেও বর্তমান কঠিন দুঃসময় ব্যহত করেছে সেই অভিপ্রায়কে।
পরিশেষে এই শুভক্ষণে সবার দোয়া চেয়ে কবি স্বজন মাহমুদের ভাষায় আমারও উচ্চারণ —
” চল একটু এগিয়ে যাই,
আমাদের প্রাত্যহিক থেকে, আমরা যা সচরাচর তার বিপরীতে,
তুমি উর্বশী তার চেয়ে আমার দেখার ইচ্ছে তুমি বন্ধু শ্রেষ্ঠাংশে,
তুমি বিশ্বাস কর এখন চোখে চোখ রাখার সময় নেই,
দিন বদলে গেছে, হাওয়া উল্টোপথে চলে, মওসুমে বর্নালী নেই,
আমি বিশ্বাস করতে চাই তুমি অবুঝ নও,
আমি ভালোবাসা কি তা জানতে চাইনা, তুমি তাঁর মানে খুঁজোনা,
আমি যন্ত্রনাকে দেখি, আমি অস্বস্তিতে,
আমি সবচেয়ে ভালো আছি, আমাকে যুদ্ধে যেতে হয়না,
আমি রাজপথে নামিনা মিছিলে, আমি শোষিতের জন্য অধিকার আদায়ে যাইনা,
আমার একটাও ছেঁড়া জামা নেই,
তুমি জেনে রাখ আমি তাতে সন্তুষ্ট নই,
তোমার চোখে চোখ রাখলাম, হয়ত এক প্রহর কাটিয়ে দিলাম,
আমি উপেক্ষা করতে পারিনা যখন এই সময়েই পৃথিবীর এক-চতুর্থাংশ ভুখা চোখ নির্বাক চেয়ে থাকে মৃত্যুর মত। ”
সাপ্তাহিক শপথ ও শপথ নিউজ ডট কম পরিবারের পক্ষ থেকে শাহাদাত হোসেন শান্তকে শুভেচ্ছা ও অভিনন্দন।