তুহিন ফয়েজ:
মতলব উত্তর উপজেলার বড় ঝিনাইয়া গ্রামে হাজী শাহজাহান মিয়া মদিনাতুল উলূম মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই মাদ্রাসার উদ্বোধন করেন।
আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেমদেরকে যথাযথ সম্মান দিয়েছেন এবং আলেমদের জীবন মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর।
এছাড়া বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন মাঠে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাই পারে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে। বর্তমান সমাজে মাদকের কারণে সন্তান নিয়ে অভিভাবকগণ শঙ্কিত। ক্রীড়াঙ্গন সচল থাকলে ছাত্র ও যুবকরা তা পরিহার করে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবে।
তিনি আরো বলেন, এলাকায় যুবকরা যদি বেকার থাকে এবং লেখাপড়াও না করে তখন তারা নানা ধরনের অপরাধের সাথে লিপ্ত হয়ে পড়ে। এতে করে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হয়। তাই স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া ছেলেরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার করলে শরীর স্বাস্থ্য ভাল থাকে এবং মেধা বিকশিত হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নুরুল আমিন রুহুল, সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও মোহনপুর পর্যটন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও আ.লীগ নেতা কাজী মিজানুর রহমান। আরও বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, এএসপি (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল প্রমুখ।