মোহাম্মদ ইকবাল হোসেন:
চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি হাইস্কুলে ভর্তির অনলাইন আবেদন বিনামূল্যে পূরণের ব্যবস্থা করা হয়েছে। গতকাল ২১ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এ উদ্যোগের শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
এসময় তিনি জানান, চাঁদপুর জেলা প্রশাসন সবসময়ই চাঁদপুরবাসীর জন্য কিছু করতে চায়। সরকারের সময়োপযোগী সকল কার্যক্রমের সফল বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করে চলছে এবং করবে। করোনা আমাদেরকে অনলাইনের মাধ্যমে সেবা প্রদানের কার্যকারিতার গুরুত্ব বুঝিয়ে দিয়েছে। আমরাও অনলাইনের শতভাগ ব্যবহার নিশ্চিত করে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কাজ করছি।
তিনি আরো বলেন, সরকারি স্কুলগুলোতে ইতোমধ্যে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সরকারি স্কুলগুলোতে প্রিয় সন্তানকে ভর্তি করাতে আগ্রহী অভিভাবকরা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে আবেদনের প্রয়োজনীয় তথ্য নিয়ে চলে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে তাদের ফরম পূরণ করে দেওয়া হবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণে উদ্ভূত পরিস্থির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মাধ্যমিক পর্যায়ের সব ক্লাসে এবার লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তারই ধারাবাহিকতায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অনলাইনে ভর্তির কার্যক্রম দেশব্যাপি চালু হয়েছে।