চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে ৭ জন মৃত্যুবরণ করেন।
বুধবার (১১ আগস্ট) দুপুর ২টা থেকে আগের ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাক্তার মো. সুজাউদ্দৌলা রুবেল।
করোনায় মৃত ব্যক্তিরা হলেন, মমতাজ বেগম (৪৫), আঃ জলিল (৭৯), আয়েশা বেগম (৭৫), শাহানারা বেগম (৫০), সুভাস চন্দ্র বল (৫৫)। উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, ইসমাইল (৭০), তাহাজুতনেছা (৭৭), সাইদ পাটোয়ারী (৬৫), খাদিজা (৭০), আলী আশরাফ (৭৬), শাহনাজ (৪৫), মহিউদ্দিন (৬৫)।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যমতে, চাঁদপুরে বুধবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২০৪ জন। এছাড়াও এদিন জেলায় নতুন আরও ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
নজরুল ইসলাম আতিক