এইচ এম নিজাম/ রহমান রুবেল:
দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন দু’একটি বিছিন্ন ঘটনার খবর পাওয়া গেলেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে রাত ১০টায় বেসরকারিভাবে বিজয়ী চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন জেলা নির্বাচন কমিশনার মোহাম্মদ তোফায়েল হোসেন। প্রাপ্ত ফলাফলে ৭টি ইউনিয়নের সবকটিতেই আ.লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হন। যদিও দুই ইউনিয়নের আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় আগেই নির্বাচিত হয়েছেন।
চাঁদপুর সদর উপজেলার ৯ ইউনিয়নের নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা হলেন- ১নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মোঃ নাছির উদ্দিন খান, তার প্রাপ্ত ভোট- ১১৬৫২, নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী অজিউল্লা সরকার পেয়েছেন ১৫১০ ভোট ও আনারস প্রতীকের প্রার্থী খোরশেদ আলম পেয়েছেন ৭৭৯ ভোট। ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী, তার প্রাপ্ত ভোট- ৬৯৭৮, নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মাসুদ গাজী পেয়েছেন ৩৬২৪ ভোট, চশমা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন খান পেয়েছেন ৯২৩ ভোট। ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মাসুদুর রহমান নান্টু, তার প্রাপ্ত ভোট- ৫৬৬৩, নিকটতম প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীকের প্রার্থী স্বপন মাহমুদ পেয়েছেন ৪৪১৫ ভোট ও আনারস প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম পেয়েছেন ২১৩১ ভোট। ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আল মামুন (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মোঃ নুরুল ইসলাম, তার প্রাপ্ত ভোট- ৭০৫৯, নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী আবু জাফর মোহাম্মদ ছালেহ (ওলি) পাটওয়ারী পেয়েছেন ৪৭০ ভোট এবং হাতপাখা প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম পেয়েছেন ৩৫৭ ভোট। ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইমাম হাসান (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বেলায়েত হোসেন বিল্লাল (নৌকা)। তার প্রাপ্ত ভোট- ৮৯৪৪, নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী মোঃ বরকত উল্লা খান পেয়েছেন ৩২৭৯ ভোট, হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ নেয়ামত উল্লাহ পেয়েছেন ১১৭৯ ভোট। ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রফিকুল্যা পাটওয়ারী, তার প্রাপ্ত ভোট-৭৭১৪, নিকটতম প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীকের প্রার্থী হাফিজুর রহমান ঢালী পেয়েছেন ২৫২০ ভোট, চশমা প্রতীকের প্রার্থী মাসুদ রায়হান পেয়েছেন ২২৫৫ ভোট। ১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী খান জাহান আলী কালু পাটওয়ারী, তার প্রাপ্ত ভোট- ৯৮৩৯, নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী আব্দুর রহমান বেপারী পেয়েছেন ২৯৩৫ভোট, হাতপাখা প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মিয়াজী পেয়েছেন ২১৪১ ভোট।