মেহেদী হাসান দিপুঃ ঢাকা
বর্তমানে বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হাজার পেরিয়ে। তবে গত২৪ ঘণ্টায় নতুন করে সারাদেশে আরও আক্রান্ত হয়েছেন ৯৬৯ জন। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী এই নিয়ে মোট ১৬ হাজার ৬ শত ৬০ জনে দাড়ালো আক্রান্ত রোগীর সংখ্যা। ১২মে (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা নিশ্চিত করেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু বরণ করেছেন ১১ জন এবং সর্বমোট ২ শত ৫০ জন মৃত্যু বরন করেছেন বলে জানানো হয় স্বাস্থ্য অধিদফতর থেকে ।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, মৃত ব্যাক্তিদের মধ্যে ৭ জন ছিলেন পুরুষ এবং ৪ জন মহিলা। এছাড়া গত ২৪ ঘন্টায় মৃত্যু বরন করা ব্যাক্তিদের মধ্যে ৮১থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সের ২ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সের ৫ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের ২জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের ২ জন এবং ২১ থেকে ৩০ বছর বয়সের ১ জন। তাদের মধ্যে ৫ জন ঢাকার বাসিন্দা, নারায়ণগঞ্জ থেকে ১ জন, নরসিংদী থেকে ১জন, চট্টগ্রামের ২জন এবং সিলেট বিভাগের ১জম।মোট ৩৮টি ল্যাবরেটরি থেকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৭৭৩ টি এবং নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৮৪৫ টি।
স্বাস্থ্য অধিদফতর থেকে নিশ্চিত করে বলা হয়, ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৪৫ জন এবং সর্বমোট সুস্থ হয়েছেন ৩ হাজার ১৪৭ জন। নতুন করে আইসোলেশনে এসেছেন ১৫২ জন এর মধ্যে ছাড় পেয়েছেন ৬৭জন এবং বর্তমানে আইসোলেশনে আছেন ২হাজার ৩শত ৬১ জন।সর্বমোট আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১ হাজার ২শত ৫৬ জন।
বর্তমান করোনা পরিস্থিতি অনুযায়ী সীমিত আকারে দোকানপাট ও বাজার খোলা থাকলেও বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার কথা জানানো হয় এবং IECDR কর্তৃক দেশের সকলকে নিয়মিত ভাবে কোয়ারান্টাইন এর সকল নিয়ম এবং সকল প্রকার স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে।