আহসান হাবিব পাটওয়ারী:
শাহরাস্তি উপজেলায় চুরির ঘটনা দিন দিন বেড়েই চলছে। মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা এমনকি গরু, ছাগল চুরির ঘটনা এখন ধারাবাহিক ভাবে খবর পাওয়া যাচ্ছে শাহরাস্তির প্রত্যন্ত অঞ্চল থেকে।গত ২৮ মার্চ রোজ সোমবার শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন অন্তর্গত নাহারা বড় বাড়ির মৃত আছর উদ্দিনের ছেলে শাহাবুদ্দিন এর সংসার চালানোর শেষ সম্বল অটোরিকশা নাহারা গাবতলি বাজারের সাদ্দাম হোসেন এর দোকানে চার্জ দেয়া অবস্হায় দোকানের তালা কেটে চুরি হয়ে যায়।ভুক্তভোগী এই শাহাবুদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় বাজারের একটি দোকানে আমার অটোরিকশা রাতে চার্জের জন্য রাখি।পরের দিন সকালে দোকানে এসে দেখি তালা কেটে আমার অটেরিকশা চুরি হয়ে যায়।গত ১ বছর আগে ঋণ নিয়ে আমি এই অটোরিকশা ক্রয় করি। যে ঋণ এখনো পরিশোধ করতে পারি নাই।তারমধ্যে খেয়ে না খেয়ে যাচ্ছে আমার সংসার।জানা যায় যে, স্বপ্নের অটোরিকশা চুরি হওয়ার পরে শাহাবুদ্দিন এখন বৃদ্ধা মা, স্ত্রী ও স্কুল পড়ুয়া ১ ছেলে, ১ মেয়ে নিয়ে পথে বসার অবস্থা হয়ে গেছে।এমতাবস্থায় চাঁদপুর জেলা প্রশাসক ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন শাহাবুদ্দিন।