তুহিন ফয়েজ:
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য অ্যাডঃ নুরুল আমিন রুহুল বলেছেন, শেখ হাসিনা যখনই ক্ষমতায় আসেন তখনই এ দেশের হিন্দুদের ধর্ম পালনে শতভাগ নিরাপত্তা দেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে এ দেশের হিন্দুরা পূজা পালন করতে পারেন নি। সে সময় হিন্দুদের জীবনসহ নারীদের সম্ভ্রমের নিরাপত্তা ছিল না।
গতকাল (৪ অক্টোবর) মঙ্গলবার বিকেলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পুজামন্ডপ পরিদর্শনকালে দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, দুর্গাপূজা হিন্দু স¤প্রদায়ের একটি বড় উৎসব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই আজ হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিকরা শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় উৎসব উৎসবমুখর পরিবেশে পালন করতে পারছে। আর ধর্মীয় উৎসব পালনে শেখ হাসিনার সরকার হিন্দু ধর্মাবলম্বীদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন।
গৌতম পোদ্দারের সঞ্চালনায় মতবিনিময়ে আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, গজরা ইউপি চেয়ারম্যান শহীদুল্লা প্রধান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন, হিন্দু খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম সাহা চান্দু বাবু, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জি এম ফারুক, সাংবাদিক মমিনুল ইসলাম, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন ওয়াদুধ, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল দাস প্রমুখ। এসময় গজরা ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।