স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্ল্যাহ সেলিমসহ অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর শনিবার বাদ আছর চাঁদপুর লঞ্চঘাট মাদরাসা রোডস্থ মরহুম ছাবের গাজীর প্রতিষ্ঠিত মাদরাসা মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শেখ ফরিদ আহমেদ মানিকসহ অসুস্থ দলীয় নেতৃবৃন্দের সকলের আশু সুস্থতা, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চাঁদপুর রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মসজিদের খতিব মূফতি আবু সাঈদ।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক মুনীর চৌধুরী, পৌর বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন সেলিম ছৈয়াল, দ্বীন মোঃ জিল্লু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামছুল হক প্রধানীয়া, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন বেপারী পারভেজ আলম রবিন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক রাজ্জাক হাওলাদার, জেলা যুবদলের নেতা হান্নান, শহর বিএনপি নেতা হারুন, শহীদ ঢালী, জেলা যুবদল নেতা লিটন ঢালী, যুবদল নেতা সাইফুল মাল, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক জুলহাস আহমেদ জুয়েল, যুবদল নেতা সম্রাট বেপারী, জীবন, রফিক মিজি, শরীফ, আবুল বাশার, শাহিন মাঝি, রাজিব মাস্টার, আরিফ সরদার, আল-আমিন, মেহেদী মল্লিক, সাদ্দাম মল্লিক, আলম, করিম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মুন্না প্রমুখ। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারুক বিতরণ করা হয়।
উল্লেখ্য, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক স¤প্রতি নিজের প্রজেক্টের কাজ দেখার সময় অনাকাঙ্খিত এক দুর্ঘটনায় আহত হন। স্থানীয়ভাবে চিকিৎসা নেয়ার পর বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর অবস্থান করছেন।
অপরদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শারীরিকভাবে অসুস্থ। এছাড়া দলীয় আরো কিছু নেতা অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের সুস্থতা কামনা করে এ দোয়ার আয়োজন করেন ফয়সাল আহমেদ বাহার।