পীযূষ কান্তি বড়ুয়া
এ আঁধার কেটে গিয়ে একদিন ভোর হবে
লহমায় উড়ে যাবে এই সঙ্কটকাল
অবশেষে পরিণত হবে এই গৃহকাল
আপামর পৃথিবীর শেকড়ের উৎসবে।
আজকের দিনগুলি সব হবে ইতিহাস
সেই ভোরে পুবাকাশ হবে প্রাণময় লাল
তারপর অগণিত এই জীবাণুর পাল
প্রতিষেধকের কাছে হয়ে যাবে ক্রীতদাস।
সমাগত বোশেখের কৃষ্ণচূড়ার লালে
জীবনের জয়গান হবে জেনো নিশ্চিত
করোনার টুটে যাবে ঘোর যত বিষ ভিত
লেখা আছে সুখবর নববর্ষের পালে।
এ আঁধার আঁধারই নয় পৃথিবীর দেহ
আরোগ্যে থমকেছে বটে কিছুটা সময়
আজ নব বৈশাখে হোক দৃঢ় প্রত্যয়
জয় হবে মানুষেরই তাতে নেই সন্দেহ।
পহেলা(একেলা)বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ
চাঁদপুর