ইকবাল বাহার
চাঁদপুরের শ্রেষ্ঠ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২১ এ ভূষিত হয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট ছামিউল ইসলাম বর্তমান (এসিল্যান্ড)। ২০২০-২০২১ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার যাছাই কমিটি জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে তাকে নির্বাচিত করে নির্বাচক মণ্ডলী।
৫ সদস্যের যাচাই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
বিষয়টি নিশ্চিত হওয়ার পর ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে এই কর্মকর্তা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে যথাযত যোগ্যতার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনাকালে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনেও বেশ সুনাম কুড়িয়েছেন । ইতিমধ্যে তিনি সকলের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছেন। জেলা প্রশাসনের সবচেয়ে সুদর্শন ও মিষ্টিভাষী হিসেবে তিনি সকলের কাছে সুপরিচিত।
শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দৈনিক শপথকে ছামিউল ইসলাম জানান, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মান্যবর জেলা প্রশাসক মহোদয় ও চাঁদপুর সদর সর্বস্তরের জনগণের প্রতি। যাঁদের আন্তরিক সহযোগিতায় কর্মক্ষেত্রে আমার আজকের এ অর্জন সম্ভব হয়েছে। এই ধারা যেন অব্যহত রাখতে পারি সেইজন্য সবার সহযোগিতা কামনা করছি।
এছাড়াও তিনি ফেসবুকে পোস্ট করে জানান, আলহামদুলিল্লাহ, মাঠ পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুরে ২০২০-২০২১ অর্থবছরে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসাবে শুদ্ধাচার পুরষ্কারে ভূষিত হলাম। অশেষ কৃতজ্ঞতা জেলা প্রশাসক, চাঁদপুর জনাব অঞ্জনা খান মজলিশ স্যারের প্রতি। স্যার, আপনার সান্নিধ্যে থেকে এই পুরষ্কার পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি শুদ্ধাচার পুরষ্কার প্রদানের জন্য গঠিত বাছাই কমিটির প্রতি।