বিল্লাল ঢালী:
টানা নয়দিন প্রায় ১হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেয়ার পর শুক্রবার এ কার্যক্রম সাময়িক বন্ধ ছিলো বলেন জানান চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ জামান। তবে খুব শীঘ্রই এ কার্যক্রম আবারো ব্যতিক্রমভাবে চালু হবে বলে জানান তিনি।
গত ১এপ্রিল থেকে শুরু হওয়া ত্রাণ যাবে বাড়ি কার্যক্রম শুরু হয়। প্রায় ৪০জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে বাড়ি পৌছে দেয়া হয় ত্রাণ। এক্ষেত্রে দুই হট লাইন নম্বর দেয়া হয়েছে। হট লাইন নম্বর দুটো হলো (০১৮২১-৬৫০৯৫৩, ০৩১-৬১১৫৪৫)। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি আলু,১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, আধা কেজি ডাল, ১ কেজি আটা, ১টি হাত ধোওয়ার সাবান।
খেটে খাওয়া মানুষ দিনমজুর, হতদরিদ্মর ও নিন্মমধ্যবিত্ত আয়ের মানুষের কথা চিন্তা করে চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান একটি অভিনব কার্যক্রম চালু করেন গত ১এপ্রিল।
যদিও কেউ কেউ অভিযোগ করছেন নম্বর দুটি বন্ধ থাকছে। কিন্তু সবকিছুতেই কিছু সীমাবদ্ধতা থাকে। ভালো কাজের সমালোচনাও হবে ওসবে কান না দিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন চাঁদপুরের সুশীলসমাজ।