আমান উল্লাহ খাঁন ফারাবী:
নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ নৌ রুটে শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আব্দুলল্লাহ আল জাবের নামে একজন ছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজের ৪৮ ঘন্টা পর মঙ্গলবার (২২ মার্চ) ১১ ঘটিকায় লাশ পাওয়া যায়।
জানা যায়, আব্দুলল্লাহ আল জাবের উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের নতুন রামপুর বাজার এলাকার মাও: তাইফুর মৌলভীর ছোট ছেলে। জাবের ২ ভাই একবোন সে সকলের ছোট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে অনার্স মাস্টার্স শেষ করে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। তবে ছোট থেকেই তারা ঢাকায় বসবাস করেন। মঙ্গলবার বাদ জোহর মরহুমের জানাজা ঢাকাস্থ্য ডেমরায় এলাকায় জানাজা শেষ করে দাফন করা হয়।
বন্ধুদের সূত্রে জানা যায়, ২০১৩ সালে আমরা দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা থেকে আলিম (এইচ.এস.সি) পাশ করেছিল। তারপর তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে Public Administration (লোক প্রশাসন) বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। নিজেকে একজন ফ্রিল্যান্সার ও উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতেই পছন্দ করতেন। তিনি www.birdsadvice.com এর কো-ফাউন্ডার ছিলেন (monthly revenue 3-4k dollars) আমেরিকায় অবস্থিত একটি ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার অনলাইন শিক্ষক ছিলেন (hourly 3 dollars)
শনিরআখরা একটি মসজিদে ১২ বছর যাবত তারাবী নামাযের ইমাম ছিলেন। এ বছরো নামায পড়ানোর কথা ছিল।
এলাকার যুবক ভাইয়ের সাথে নিয়ে “উদ্দীপ্ত তরুণ সংঘ” নামে একটি সংগঠন চালু করেছিলেন। যারা কর্মসংস্থান তৈরি ও খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে সংঘবদ্ধ রাখতেন। উদ্যোক্তাদের ছোটখাটো বিনিয়োগের ব্যবস্থা করতে গত মাসেই financerhub.com নামে একটি ওয়েবসাইট ও সমিতি চালু করি। অফিসের জন্য জায়গাও ভাড়া করেছি।
অন্তত একটি এলাকাকে যেন সুদমুক্ত করতে পারে সে উদ্দেশ্যে “ক্যাশ ওয়াকফ” নামে একটি কার্যক্রম চালু করাসহ আরো অনেক স্বপ্ন বাস্তবায়নের জন্য ডুবে গেছে বন্ধুদের মাঝে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ।