সম্পাদকীয়
কোন পথে কী উদ্দেশ্যে কী কার্য সম্পন্ন করার জন্য সময় পার করছে তার কোন হিসাব মানুষ রাখছে না। মানুষের প্রতি মানুষের মমত্ববোধ মানুষের প্রতি মানুষের মায়া মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ মানুষের প্রতি মানুষের স্নেহপরায়ণ এর প্রতিটি বিষয় কেন জানি থমকে আছে। দেশের অভ্যন্তরে প্রতি নিয়ত ঘটে যাওয়া ঘটনাগুলো মানুষকে তত বেশি চিন্তিত করছে না যদি চিন্তিত করতো যদি বুঝতে পারতো তাহলে এত ভয়ানক নৃশংস ঘটনা ঘটত না। ২৬ নভেম্বর দৈনিক শপথ পত্রিকায় প্রকাশ হয়েছে চট্টগ্রামে নিখোঁজ শিশু আয়াতকে হত্যার পর ৬ টুকরা যুবক গ্রেপ্তার। প্রযুক্তি মানুষকে কর্মে অলস এবং প্রাপ্তিতে হিংস্র করে দিয়েছে। তা না হলে ছোট্ট শিশু হত্যার ঘটনা ঘটতো না। প্রতিদিন গণমাধ্যমে প্রকাশ হচ্ছে এমন সব ঘটনা আর কত ঘটনা গণমাধ্যমের বাইরেই রয়ে যায়। দ্ব›দ্ব প্রতিদ্ব›িদ্বতা প্রাপ্তি ও প্রাপ্তির অসন্তুষ্টি বা সন্তুষ্টি এ সকল কিছুর সংমিশ্রনেই মানুষের পারিবারিক সামাজিক জীবন ব্যবস্থা এসব বিষয় থেকে মানুষকে যুক্তি তর্কের মাধ্যমে সম্পর্ক এবং জীবন ব্যবস্থা এগিয়ে নিতে হয়। কিন্তু কিছু কিছু মানুষ অলসতা এবং প্রাপ্তির অতি আকর্ষণের কারণে নৈতিক চিন্তা চেতনা থেকে বিচ্যুত হয়ে পড়েছে। মানুষের চেহারা থাকলেও তার ভেতরের মানুষ্য একেবারেই পশুত্বের রূপ নিয়েছে। এমন পরিবেশ পরিস্থিতি থেকে জাতিকে কিভাবে ফিরিয়ে আনবে এখানে বড় প্রশ্ন রয়ে যায়। এরপরেও ব্যক্তিত্ববোধ সন্তুষ্টিমূলক মনোভাবনা প্রতিহিংসা পরায়ন মুক্ত মানসিকতার চর্চা জরুরি হয়ে পড়েছে। জনগণ প্রশাসন বর্তমান প্রেক্ষাপটে সঠিক কর্মপদ্ধতি থেকে বিচ্যুত হয়ে পড়েছে। যার ফলাফল প্রতিনিয়ত দৃষ্টিগোচর হচ্ছে নৈতিক নীতিবান সম্পন্ন মানুষের আক্ষেপ কিভাবে সামাজিক জীবন ব্যবস্থায় মানুষের মধ্যে নৈতিক চিন্তা চেতনা প্রত্যাশা করা যায়।