স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আ.লীগের যুগ্ম সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাফর ইকবাল মুন্না করোনা থেকে সুস্থ হওয়ায় শুকরিয়া আদায় করে চাঁদপুরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরীর ব্যবস্থাপনায় এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
গতকাল শুক্রবার বাদ আছর শহরের ষোলঘরস্থ বায়তুল কাদের জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আঃ কাদির।
এসময় উপস্থিতছিলেন যুবলীগ নেতা শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাকিব, রিয়াজুল, ইয়াকিন,সিহাদ, ইকবাল, সবুজসহ স্থানীয় এলাকাবাসী।