স্টাফ রিপোর্টার:
শিক্ষা মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ডা: দীপু মনি এমপির রোগমুক্তি কামনায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৪ ডিসেম্বর উপজেলা পরিষদ সভা কক্ষে এ দোয়ার আয়োজন করা হয়। আয়োজিত মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কানিজ ফাতেমা, চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসেন সজীব, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সহকারী প্রোগ্রামার মোহাম্মদ হারুনুর রশিদ। এছাড়া উপজেলা পরিষদের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও ইউপি সচিববৃন্দগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ৬ ডিসেম্বর রবিবার শিক্ষা মন্ত্রী ডা: দীপু মনি এমপি করোনা ভাইরাসে আক্রান্ত হন।