স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ।
গতকাল মঙ্গলবার বিকেলে জেলা আ.লীগ কার্যালয়ের সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইনের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিল শেষে কার্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ হেলাল হোসাইন, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, সদস্য ওয়াহিদুর রহমান বাবু, গাজী আব্দুল গণি, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সিমুল হাসান শামনু, পৌর যুবলীগের সদস্য কামরুল হাসান টিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন বেপারী, জসিম উদ্দিন রাসেল, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাউসার, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, শিক্ষা বিষয়ক সম্পাদক জামিল হায়দার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সুজন চন্দ্র দে, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইফতেকার আহমেদ মিলন, কৃষি বিষয়ক সম্পাদক সুজন ইসলাম, ধর্ম সম্পাদক মারুফ আনাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান জুম্মন, উপ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ খোরশেদ আলম শাওন, সদস্য আবু সায়েম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একটি ব্যক্তি নয়, প্রতিষ্ঠান। তিনি সত্য ও ন্যায়ের প্রতিক। তার বিরুদ্ধে মিথ্যাচার চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ মেনে নেবে না।