এইচ.এম নিজাম
বাংলাদেশ আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচারের প্রতিবাদে পৌর আ.লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিল শেষে জেলা আ.লীগের কার্যালয় সম্মুখে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ গাজী।
পৌর আ.লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, জেলা আ.লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি চাঁদপুরের মাটি ও মানুষের নেতা। বাংলাদেশ সরকারের মেগা উন্নয়ন প্রকল্প ও চাঁদপুরের উন্নয়ন বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র চলছে। চাঁদপুরে চলমান উন্নয়নকে বাধাগ্রস্থ করতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। তারা বলেন, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র চক্রান্ত চাঁদপুরের মানুষ রুখে দিবে।
সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের উপ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ রায় চৌধুরী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, পৌর আ.লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু, দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, পৌর মহিলা আ.লীগের সভাপতি শিপ্রা দাস, জেলা যুবলীগের সদস্য আবুদল গণি, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শাবনুসহ পৌর আ.লীগ, যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।